Print Date & Time : 17 September 2025 Wednesday 2:32 am

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহ যাত্রী নিহত

শেয়ার বিজ ডেস্ক : সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। পাকিস্তান সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। দুর্ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন।

পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। এর মধ্যে গতকাল শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

তাদের জানাজার নামাজ সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

এর আগে এ বছর পবিত্র হজ করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। যাদের বেশির ভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেয়া হয়। এর আগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।

সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি। সব মিলিয়ে বাস অ্যাক্সিডেন্ট করে প্রাণ গিয়েছিল ২০ জনের।