প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। থানায় অভিযোগের পর গতকাল বৃহস্পতিবার ভোরে ভাইবোনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-আরমান হোসেন, সাকিব আলম, সাদ্দাম হোসেন ও এনায়েত হোসেন। সবাই ভাইবোনছড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করার জন্য ভাইবোনছড়া বাজার-সংলগ্ন জগন্নাথ মন্দিরে যায় ভুক্তভোগীরা। পূজা শেষে তার দূর সম্পর্কের কাকার ভাড়া বাসায় ওঠেন। রাতে আসামিরা সেখানে গিয়ে তাদের জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, থানায় ধর্ষণের একটি মামলা হওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।