নিজস্ব প্রতিবেদক : স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খানকে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত এক চিঠি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, শরাফত উল্লাহ খান স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির সকল সভায় উপস্থিত থাকবেন এবং সভায় আলোচনার বিষয়াদির ওপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ হয়ে তার মতামত ও বক্তব্য পেশ করবেন।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ ‘বহাল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, এখন হতে অনুষ্ঠেয় স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির সকল সভার আলোচ্যসূচি, স্মারক ইত্যাদি পরিচালক শরাফত উল্লাহ খানের নিকট সভা অনুষ্ঠানের নির্ধারিত তারিখের অন্তত ৩ কার্যদিবস আগে প্রেরণ করাসহ তাকে প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনক্রমে এই পত্র প্রেরণ করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন এসডিএডির পরিচালক মো. আবদুল মান্নান।
