নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩। আধুনিক এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ডিভাইসটি বাজারে আনা হয়েছে।
স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির বড় ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি। ফলে স্ক্রলিং আরও স্মুথ হবে এবং বিনোদনসহ দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে ব্যবহৃত ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে।
দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনা করে ফোনটিতে যুক্ত করা হয়েছে আইপি৬৪ সুরক্ষা ব্যবস্থা, যা ধুলো ও পানির ক্ষতি থেকে ফোনকে নিরাপদ রাখে। পাশাপাশি ১.২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন থাকায় এটি আরও টেকসই। নিরাপদ ও সহজ আনলকের জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্পার্ক গো ৩-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন ব্যবহারের ফলে দ্রুত ও পরিষ্কার ছবি তোলা সম্ভব। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল ফ্ল্যাশ সুবিধার কারণে কম আলোতেও উন্নত মানের ছবি তোলা যাবে।
এই স্মার্টফোনে সংযুক্ত করা হয়েছে টেকনো এআই, যার একাধিক স্মার্ট টুল ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে সহজ করে তুলবে। এর মধ্যে রয়েছে তাৎক্ষণিক সহায়তার জন্য ‘আস্ক এলা’, তথ্য সংক্ষেপে বোঝার জন্য ‘ওয়েব সামারি’, ফটো-ভিত্তিক সমস্যা সমাধান, ফটো এডিটিং, এআই রাইটিং সাপোর্ট এবং ‘হাই ট্রান্সলেট’ সুবিধা, যা ভাষাগত যোগাযোগকে আরও সহজ করে তোলে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ সুবিধা হিসেবে যুক্ত করা হয়েছে টেকনো ফ্রিলিংক ২.০, যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো থেকে টেকনো ফোনে কল ও মেসেজ আদান-প্রদান করা সম্ভব। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।
অ্যান্ড্রয়েড ১৫ স্লিম অপারেটিং সিস্টেমে চালিত স্পার্ক গো ৩ ব্যবহারকারীদের জন্য স্মুথ ও আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ও এফএম রেডিও।
নতুন এই স্মার্টফোনটি দেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে। স্পার্ক গো ৩-এর ৬৪ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এছাড়া ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
