নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এ নিয়ে ভালো মানের স্বর্ণের ভরি এখন দুই লাখ ১২ হাজার টাকারও বেশি দাঁড়াল। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দামের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে। এখন বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ২৫৪ ডলার, যা সাম্প্রতিক সময়ে অন্যতম উচ্চ হার।
দাম বৃদ্ধি অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ ১২ হাজার ১৪৪ টাকায়। ২১ ক্যারেটের নতুন দাম দুই লাখ ২ হাজার ৪৯৯ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায়।
তবে স্বর্ণের দামে এ ঊর্ধ্বগতি রুপার বাজারে প্রভাব ফেলেনি। রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে দুই হাজার ৬০১ টাকায়।
স্বর্ণের বাজারে বারবার ওঠানামা এখন সাধারণ ক্রেতাদের জন্য এক ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, আন্তর্জাতিক বাজারের টানাপড়েনের প্রভাব স্থানীয় বাজারে পড়তেই পারে- এটি এড়ানোর উপায় নেই।
প্রিন্ট করুন











Discussion about this post