শেয়ার বিজ ডেস্ক : গতকাল ১৪ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস উদ্যাপন করছে গোটা পাকিস্তান। তবে দেশটির অন্যতম বন্দরনগরী করাচির বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের উদ্যাপন রূপ নিল শোকে। এদিন আকাশে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৮৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছরের এক কন্যাশিশুও রয়েছে। আর আহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। খবর: সামা টিভি।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আট বছরের মারহা জানালার পাশে দাঁড়িয়ে ছিল, তখনই একটি গুলি তার মাথায় এসে লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় প্রথম শ্রেণির ওই ছাত্রী। পৃথক ঘটনায় কোরাঙ্গি ও লিয়ারির আগরা তাজ এলাকায় আরও দুই ব্যক্তি নিহত হন।
এছাড়া আহতদের অ্যাবাসি শাহিদ, সিভিল ও জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আকাশে গুলি চালানোর অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে।
স্বাধীনতা দিবসে আকাশে গুলি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) গুলাম নবী মেমন। তিনি করাচির এই গুলির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন; বলেছেন, ‘স্বাধীনতা দিবস উদ্যাপনের উদ্দেশ্যে আকাশে গুলি চালানো নয়, তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।’
আইজির তথ্যমতে, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে এবং সমানসংখ্যক অস্ত্র জব্দ করেছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ায় আনা হবে।

Discussion about this post