Print Date & Time : 13 January 2026 Tuesday 11:11 am

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : ওয়াইসি

শেয়ার বিজ ডেস্ক : হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএ) প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তার এই মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বলছে, যারা হিজাব পরা প্রধানমন্ত্রী পেতে ইচ্ছুক তাদের পাকিস্তানে চলে যেতে হবে।
মুম্বাই এবং রাজ্যের অন্যান্য শহরে স্থানীয় নির্বাচনের আগে মহারাষ্ট্র জুড়ে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সোলাপুরে এক ভাষণে ভারতীয় সংবিধানের উদ্ধৃতি দিয়ে ছিলেন, যা দেশের যে কোনো নাগরিককে শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার অনুমতি দেয়।
তিনি বলেন, ‘পাকিস্তানের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে শুধুমাত্র ইসলাম ধর্মের ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তবে ভারতের সংবিধান প্রণয়নকারী কমিটির প্রধান বিআর আম্বেদকরের সংবিধানে বলা হয়েছে, ভারতের যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। আমার স্বপ্ন যে এমন একদিন আসবে যখন একজন হিজাব পরা কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন।’ ওয়াইসি এই মন্তব্যে পরপরই ক্ষোভ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির দল বিজেপি।
প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের মন্ত্রী এবং বিজেপি নেতা নীতেশ রানে বলেছেন, ‘একটি হিন্দুরাষ্ট্রে আসাদুদ্দিন ওয়াইসির এত দুঃসাহসিক হওয়া উচিত নয়। যারা হিজাব পড়তে চান তারা ইসলামাবাদ বা করাচিতে যেতে পারেন। তাদের এখানে কোনো স্থান নেই।’
এদিকে বিজেপি নেতা রানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছের এআইএমআইএ-এর মুখপাত্র ওয়ারিস পাঠান। একই সঙ্গে ওয়াইসির মন্তব্যে ভুল কী তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি যুক্তি দেন যে সংবিধান যে কোনো ভারতীয় নাগরিককে, সে হিজাব পরিহিত মহিলা হোক না কেন, প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকার অনুমতি দেয়। সূত্র: এনডিটিভি