শেয়ার বিজ ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আকস্মিক বন্যা ও একের পর এক ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) আগামী ৭ জুলাই পর্যন্ত মন্ডীসহ পার্বত্য জেলাগুলোর জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।
প্রবল বৃষ্টির ফলে মন্ডী ছাড়াও কুলু, চাম্বা, সিমলা ও সোলন জেলায় ভূমিধস, নদী উপচে প্লাবন, সড়ক ধস এবং সেতু ভেঙে পড়ার মতো দুর্যোগ দেখা দিয়েছে। নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় অনেক গ্রাম পানিতে তলিয়ে গেছে।
সরকারি হিসাবে, এখন পর্যন্ত প্রদেশটিতে ৪০০ কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়। ধসে পড়েছে ২৫০টির বেশি সড়ক, বিকল হয়ে পড়েছে অন্তত ৫০০টি বিদ্যুৎ ট্রান্সফরমার।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ ও ভারতীয় বিমানবাহিনী। হেলিকপ্টারে দুর্গত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে অপ্রয়োজনে পাহাড়ি রাস্তায় চলাচল থেকে বিরত থাকতে স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আবহাওয়া অনুকূলে না ফেরা পর্যন্ত সতর্কতা জারি থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।
আবহাওয়া দপ্তর হুঁশিয়ারি দিয়েছে, মন্ডীসহ আশেপাশের পার্বত্য জেলাগুলোতে আগামী দিনগুলোতেও ভারী বর্ষণ ও ধসের সম্ভাবনা রয়েছে।
আরআর/

Discussion about this post