Print Date & Time : 16 January 2026 Friday 4:45 am

হিলিতে লক্ষ্যমাত্রার বেশি সরিষা চাষ

ছামিউল ইসলাম আরিফ, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে সরকারি সহায়তায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো পাওয়ার আশা করছেন কৃষকরা। তবে সরিষার ফলন বৃদ্ধির লক্ষ্যে জমির মধ্যে বসানো হয়েছে মৌবক্স। এই মৌবক্স থেকে প্রতি সপ্তাহে মৌচাষিরা মধু সংগ্রহ করছেন প্রায় চার থেকে পাঁচ মণ। এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কয়েকজন যুবকের। মৌচাষিদের মধু সংগ্রহে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

সাতক্ষীরা বেসিক থেকে প্রশিক্ষণ নিয়ে ২০০১ সালে প্রথমে ৯টি বক্স দিয়ে মৌচাষ শুরু করেন আনোয়ার হোসেন। বর্তমান তার ১৯৫টি মৌবক্স রয়েছে। এদিকে, এলাকায় এমন মধুচাষ দেখতে ভিড় করছেন এলাকাবাসী।

জানা গেছে, সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। দূর থেকে দেখলে মনে হয় মাঠগুলো যেন হলুদ গালিচা। সরকারি সহযোগিতায় এ উপজেলায় বেড়েছে সরিষার চাষ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এ যেন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। মৌমাছিরা ম-ম গন্ধে ছুটে বেড়ায়। হলুদ ফুলের ঘ্রাণে পাখিরা যেমন উড়ে, তেমনি মৌমাছিরাও ব্যস্ত ফুলের মধু আহরণে।

মৌচাষি আনোয়ার হোসেন বলেন, সাতক্ষীরা বেসিক থেকে প্রশিক্ষণ নিয়ে ২০০১ সালে প্রথমে ৯টি বক্স দিয়ে মৌচাষ শুরু করেছি। বর্তমান তার ১৯৫টি মৌবক্স রয়েছে। এখান থেকে ৭ দিনে ৫-৬ মণ মধু সংগ্রহ করছেন। এসব মধু প্রক্রিয়াজাত করে তা বিক্রি করছেন। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। স্থানীয় ছাড়াও আশপাশের এলাকার লোকজন এসব মধু কিনছে।

কয়েকজন এলাকাবাসী বলেন, এবার উপজেলায় ব্যাপকহারে সরিষা চাষ হয়েছে। বিগত বছরের চেয়ে অনেক বেশি আবাদ হয়েছে। আশা করি, গাছ যেভাবে দেখা যাচ্ছে তাতে আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে। তবে সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপন করে একদিকে যেমন সরিষার উপকার হচ্ছে, তেমনি অন্যদিকে আমরা আসল মধু পাচ্ছি। আরেকদিকে মধু সংগ্রহের কাজে কয়েকজন বেকারের কর্মসংস্থান হয়েছে। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, এ উপজেলায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭০০ হেক্টর, চাষ হয়েছে ৩ হাজার ৯০০ হেক্টর জমি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ভালো ফলন পাবেন চাষিরা। সরিষার ভালো ফলনের লক্ষ্যে সরিষা ক্ষেতের মধ্যে স্থাপন করা হয়েছে মৌবক্স। সেখানে ১৯৫টি মৌবক্সের মাধ্যমে মধু সংগ্রহ করা হচ্ছে। আগামী দিনে কৃষকদের নিয়ে আরও বড় পরিসরে মৌবক্স স্থাপন করার আশা করছি আমরা।