শেয়ার বিজ ডেস্ক : দেশের ১০০ জন নারী উদ্যোক্তা নিয়ে ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত সোমবার (২৮ জুলাই) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর সহযোগিতা এবং গেটস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি আয়োজিত হয়।
‘ডিজিটাল উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালায় ব্যবসা উন্নয়ন, প্রতিযোগিতা মূল্যায়ন, মার্কেটিং অটোমেশন, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবীরা, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, প্রোগ্রাম অফিসার মোশারফ হোসেন টিপু, অপজো টেকনোলজির কো-ফাউন্ডার শাহ পরান, ভারচুয়ানিক সল্যুশনসের ফাউন্ডার আসাদ ইকবাল, কাজ৩৬০-এর ফাউন্ডার এমরাজিনা ইসলাম এবং মার্কোপলো এআই-এর এমটিও নুজহাত ফারহানা।
ব্র্যাক ব্যাংক দেশের নারী ও এসএমই উদ্যোক্তাদের ‘কমপ্লিট ফাইন্যান্সিয়াল পার্টনার’ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এমন উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির লক্ষ্য হলো, এসএমই উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল সুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাঁদের সফল ব্যবসা গড়ে তুলতে সহায়তা করা, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।
আরআর/

Discussion about this post