নিজস্ব প্রতিবেদক: গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম জানুয়ারি মাসে এক ধাক্কায় ৫৩ টাকা বাড়ানো হয়েছে। এই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা, যা গেল ডিসেম্বর মাসে ১ হাজার ২৫৩ টাকা ছিল। ডিসেম্বর মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা।
এনার্জি রেগুলেটরি কমিশন আজ রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, সন্ধ্যা ৬টা থেকেই এলপিজির নতুন দর কার্যকর হবে।
অবশ্য কমিশনের ঠিক করে দেওয়া দামে বাজারে এলপিজি পাওয়া যায় না। সরবরাহ সংকট থাকায় গত এক মাস ধরেই প্রতি সিলিন্ডারে ৮০০ থেকে ১ হাজার টাকা বেশি রাখছেন বিক্রেতারা।
বিইআরসির নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৮৩ পয়সা, যা আগের মাসে ১০৪ টাকা ৪১ পয়সা ছিল। অর্থাৎ এক মাসে কেজিতে ৪ টাকা ৪২ পয়সা দাম বাড়ল।
বাজারে যে অন্যান্য মাপের সিলিন্ডার পাওয়া যায়, সেগুলোর দামও একই হারে বেড়েছে। অবশ্য সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটারের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছে। লিটারে দাম বেড়েছে ২ টাকা ৪৮ পয়সা।
বিইআরসি বলছে, সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারি মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হয়েছে।
জানুয়ারির জন্য প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৫২০ মার্কিন ডলার এবং বিউটেনের সিপি ৫২৫ ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৬৫:৩৫ অনুপাতে মিশ্রণ ধরে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে ৫২১ দশমিক ৭৫ ডলার।
প্রিন্ট করুন











Discussion about this post