Print Date & Time : 16 July 2025 Wednesday 7:00 pm

২৫ কোটি টাকার তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের সম্মান ও সহায়তায় ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহিদ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে এ তহবিল ব্যবহার করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গতকাল মঙ্গলবার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, ‘বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে। পাশাপাশি ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে অর্থ দেবে। প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে।’

সূত্র জানায়, গঠিত তহবিল ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ হস্তান্তর করা হবে, যা শহিদ পরিবার ও আহতদের সহায়তায় পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে। এই উদ্যোগকে ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহত ও তাদের পরিবারের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকার বিশেষ বরাদ্দ রেখেছে সরকার। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনা রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতোমধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠার কাজও চলমান।

তবে ইতোমধ্যে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেশে-বিদেশে চিকিৎসা করানো হচ্ছে, প্রয়োজনে আরও হবে। এ ছাড়া দেশি-বিদেশি উৎস হতে ছাত্র-জনতার অভ্যুত্থানের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং জুলাই শহিদ পরিবারের সদস্যদের জন্য ঋণ-সুবিধা দেয়ারও চিন্তাও করছে সরকার। এসব কাজের অর্থ ব্যয় করা হবে বিশেষ তহবিল থেকে।