শেয়ার বিজ ডেস্ক : দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। এদিন এক্সচেঞ্জটিতে ৭৭ দশমিক ৫৮ শতাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে সূচকে মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে বেলা ১১টার পর শেয়ার বিক্রির চাপে ধীরে ধীরে পয়েন্ট হারায় সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৮৭৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯১৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১১ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৭ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।
ডিএসইতে গতকাল ২৯০ কোটি ১৪ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩০১টির আর দর অপরিবর্তিত ছিল ৩৪টির।
খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাত। ১০ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। জ্বালানি ও বিদ্যুৎ খাত ৯ দশমিক ৪ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৭ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ব্যাংক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৬ শতাংশ।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে। এছাড়া জীবন বীমা খাতে ৩ দশমিক ৭, মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৪, তথ্যপ্রযুক্তি খাতে ২ দশমিক ৯ এবং কাগজ ও মুদ্রণ খাতে ২ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ৬৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১২০ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১২০টির আর দর অপরিবর্তিত ছিল ১৩টির। গতকাল সিএসইতে ৯ কোটি ৮১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৬ কোটি ৩৪ লাখ টাকা।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post