শেয়ার বিজ ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রতিযোগিতা শুরুর আগে চূড়ান্ত দল ঘোষণা নিয়ে নানা দোটানায় আছে ভারত। জানা গেছে ১৯ আগস্ট মুম্বাইতে এশিয়া কাপের দল নির্বাচন করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে বসবে বৈঠক। যেখানে থাকবেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। এ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।
আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন সূর্যকুমার। সেখান থেকে সরাসরি মুম্বাইয়ে যাবেন তিনি। জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াড তিন তারকা ক্রিকেটার জায়গা নাও পেতে পারেন।
এদের মধ্যে আছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল, উইকেটরক্ষক লোকেশ রাহুল এবং ওপেনার ইয়াশভি জয়সাওয়াল। বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘১৯ আগস্ট দল নির্বাচন হবে। তারপরে নির্বাচক প্রধান এক সাংবাদিক বৈঠক করবেন। সেখানে দল ঘোষণা করবেন তিনি।’
সূত্রের দাবি, শুভমানের জায়গা না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নির্বাচকেরা ওপেনার হিসেবে ভরসা রাখছেন সাঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার উপর। সেই সঙ্গে জয়সাওয়ালকে লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করতে বলা হয়েছে। লোকেশ রাহুলের ক্ষেত্রে চোট-সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যার কারণে পিছিয়ে গেছেন তিনি।
এদিকে অধিনায়কত্ব নিয়ে এর আগে কিছু জল্পনা তৈরি হলেও সেটা পরিষ্কার হয়ে গেছে। সূর্যকুমার যাদবই থাকছেন এশিয়া কাপে ভারতের অধিনায়ক। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ তারিখ, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান
আরআর/

Discussion about this post