Print Date & Time : 10 September 2025 Wednesday 7:26 pm

৪৮ লাখ ডলার বিনিয়োগে বেপজার সঙ্গে ওয়েসিসের  চুক্তি

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েসিস অ্যাকসেসরিজ (প্রা.) লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ৪৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

এ লক্ষ্যে গতকাল সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ওয়েসিস অ্যাকসেসরিজ (প্রা.) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের  উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর এবং ওয়েসিস অ্যাকসেসসরিজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ লাখ কার্টন বক্স, ৪ কোটি ২০ লাখ পলিব্যাগ ও ১০ লাখ মিটার ফোম তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৩১১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এখন পর্যন্ত ওয়েসিস অ্যাকসেসরিজসহ ৪৮টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ১০২৮.৩৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল)  ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং ওয়েসিস অ্যাকসেসরিজ (প্রাঃ) লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।