Print Date & Time : 14 September 2025 Sunday 4:44 pm

৪ বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যাচ্ছেন রদ্রিগো ডি পল

শেয়ার বিজ ডেস্ক : আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবার মেজর লিগ সকার (এমএলএস)-এর দল ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। জনপ্রিয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, ৪ বছরের জন্য পল’কে নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ইন্টার মায়ামির চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।

ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি। যা সবশেষ ক্লাব বিশ্বকাপ এবং মেজর লিগ সকারে অভাববোধ করেছে ফ্লোরিডার ক্লাবটি।

তবে, ২০২৬ সালের জুন পর্যন্ত ডি পলের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাতলেটিকোর। কথা পাকাপোক্ত হলে একবছর বাকি থাকতেই তিনি মাদ্রিদের ক্লাব ছাড়বেন।

মূলত, ২০২১ সাল থেকে অ্যাটলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ক্লাবটির প্রধান তারকায় পরিণত হন তিনি। ডি পল আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ এবং ‘২০২১ ও ২০২৪’ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন।

আরআর/