নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকগুলো হলোÑব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
গত সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ব্র্যাক ব্যাংক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক দশমিক ৫৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল এক দশমিক ২৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে শূন্য দশমিক ৯ টাকা। এদিকে, চলতি হিসাববছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে তিন দশমিক ৫৬ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল দুই দশমিক ৬২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে শূন্য দশমিক ৯৪ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ দশমিক ২২ টাকায়।
ইস্টার্ন ব্যাংক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক দশমিক ২৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল এক দশমিক ১১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে শূন্য দশমিক ১২ টাকা। এদিকে, চলতি হিসাববছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দুই দশমিক ২০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল দুই দশমিক ০২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে শূন্য দশমিক ১৮ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭১ টাকায়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ০৮ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল শূন্য দশমিক ৪১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে শূন্য দশমিক ৩৩ টাকা। এদিকে চলতি হিসাববছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল শূন্য দশমিক ৮২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে শূন্য দশমিক ৭২ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৪ টাকায়।
এনআরবিসি ব্যাংক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ০০৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল শূন্য দশমিক ২৯১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে শূন্য দশমিক ২৮৮ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ০৮৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল শূন্য দশমিক ৭৩৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে শূন্য দশমিক ৬৫ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৭ টাকায়।

Discussion about this post