শেয়ার বিজ ডেস্ক : ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই সঙ্গে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালন করার কথা জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এরমধ্যে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর, ২০২৪ এর পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদ্যাপন বা পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২৫ জুনের জারিকৃত পরিপত্রটি বাতিল করা হলো। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ পালনের বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এদিন ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর, ২০২৪ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

Discussion about this post