Print Date & Time : 19 August 2025 Tuesday 12:45 pm

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা

শেয়ার বিজ ডেস্ক : প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা দিয়েছে সরকার।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়।

একই সাথে পরিপত্রের এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫ জুন জারীকৃত পরিপত্রটি বাতিল করা হয়েছে।