Print Date & Time : 20 November 2025 Thursday 3:30 am

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ : ফতুল্লায় সড়কের পাশে দাড় করানো বাসে আগুন দিয়েছে অজ্ঞাত  দূবৃত্তরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় নারায়নগঞ্জ আয়কর অফিসের সামনে এই ঘটনা ঘটে। তবে কেউ দগ্ধ হয়নি বলে জানা গেছে।

বাস চালক নাসির জানান, শহরের ১নং রেলগেইট এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসের শ্রমিকদের কারখানা থেকে সাইনবোর্ড এলাকায় দৈনিক (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) বাসে আনা নেয়া হয়। রোববার রাতে শ্রমিকদের সাইনবোর্ড নামিয়ে দিয়ে আয়কর অফিসের সামনে লিংক রোডের পাশে পার্কিং করে নাসির তার হেলপার নয়নকে নিয়ে বাসে ঘুমিয়ে পড়েন।

রাত  ২টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখেন চালকের আসনে আগুন জ্বলছে। তখন দুজনেই উঠে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসেন ঘটনাস্থলে। একই সময় ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম আসেন।

নাসির আরো জানান, কে বা কারা আগুন দিয়েছেতারা ঘুমে থাকায় দেখেননি।