প্রিন্ট করুন প্রিন্ট করুন

যশোরে মাদক বিরোধী সমাবেশ

যশোর প্রতিনিধি: যশোরে মাদক বিরোধী অভিযান এবং প্রচারমাস জানুয়ারি ২০১৭ উপলক্ষে সমাবেশ হয়েছে। শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মামুন উজ জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান।

বক্তৃতা করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক নাজমুল কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এটিএম গোলাম মাহবুব, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক নাসিরউদ্দিন, ডা. আরিফ আহমেদ, সাধন কুমার দাস, মোহাম্মদ শাহাবুদ্দিন, এটিএম গোলাম আযম, আবদুল মজিদ, আছাবুল গাজী প্রমুখ। শেষে সব স্কুলের প্রধান শিক্ষকদের হাতে মাদক বিরোধী পোস্টার, ফেস্টুন, ব্যানার তুলে দেওয়া হয়।