নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোম্পানি সচিব আসাদুর রহমানকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
ডিএসই সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব দেওয়ার আগে আসাদুর রহমানকে ডিএসই বোর্ড কর্তৃক চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে পদোন্নতি দেওয়া হয়।
এর আগে ডিএসইর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাত্তিক আহমেদ শাহ ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৯ জুন তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই পদে নতুন নিয়োগ দেওয়া হলো।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদটি গত বছরের মে মাস থেকে শূন্য রয়েছে। ওই সময় এটিএম তারিকুজ্জামান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার হিসেবে যোগ দিতে পদত্যাগ করেছিলেন। এরপর থেকে ডিএসইতে শীর্ষ নেতৃত্বের এই পদটি শূন্যই ছিল এবং সাত্তিক আহমেদ শাহ প্রধান আর্থিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক—দুটি দায়িত্বই অস্থায়ীভাবে পালন করছিলেন।
গত বছরের নভেম্বরে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক, চিফ টেকনোলজি অফিসার এবং চিফ অপারেটিং অফিসার—এই তিনটি শীর্ষ নির্বাহী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তবে সেই নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, এক্সচেঞ্জের ডিম্যাচুয়ালাইজেশনের পর থেকে কেবল কেএএম মাজেদুর রহমানই পূর্ণ তিন বছরের মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলেন। এরপর থেকে আর কেউই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি।

Discussion about this post