নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস নতুন সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। সহযোগী প্রতিষ্ঠানটির নাম জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বার্জার পেইন্টস সহযোগী প্রতিষ্ঠানে ৫ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করবে। জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড সম্পূর্ণ বার্জারের মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্জার সহযোগী প্রতিষ্ঠানের বাকী ৪৯ শতাংশ শেয়ারের জন্য ৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে।
কোম্পানিটি আলাদা প্যাকেজিং পণ্য উৎপাদন করবে ন্যাশনাল ইকোনোমিক জোনে।
কোম্পানিটি আরও জানায়, বার্জার পেইন্টস বাংলাদেশ ইকোনোমিক জোনস অর্থরিটির (বেজা) সাথে জমি ইজারা চুক্তি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুইটির মধ্যে ৩৯.৪১ একর জমি বন্টন করা হবে। বার্জার পেইন্টস ৩৮.২৫ একর জমি ব্যবহার করবে।

Discussion about this post