শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনাম থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যা শেষ মুহূর্তের আলোচনার মাধ্যমে হওয়া একটি নতুন বাণিজ্য চুক্তির অংশ। এটি ট্রাম্প প্রশাসনের তৃতীয় উল্লেখযোগ্য চুক্তি।
বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে সিএনএন জানিয়েছে, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের একটি পোস্টে লিখেছেন, আমি ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করলাম।
পরে একটি পোস্টে তিনি আরও বিস্তারিত জানিয়ে বলেন, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, এবং ট্রান্স-শিপিং (অন্য দেশের পণ্য ভিয়েতনামের মাধ্যমে পাঠানো হলে) ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক নেওয়া হবে।
ট্রাম্প আরও লেখেন, এর বদলে, ভিয়েতনাম এমন কিছু করবে যা তারা আগে কখনও করেনি এবং যুক্তরাষ্ট্রকে তাদের বাজারে বাণিজ্যে সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে। অন্যভাবে বললে, তারা যুক্তরাষ্ট্রের জন্য তাদের বাজার খুলে দেবে, যার মানে হলো, আমরা ভিয়েতনামে আমাদের পণ্য শূন্য শুল্কে বিক্রি করতে পারব।
ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, কমিউনিস্ট পার্টির মহাসচিব তো লাম ও ট্রাম্পের মধ্যে বুধবার ফোনে কথা হয়েছে, যেখানে চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনা হয়েছে এবং এই চুক্তিকে তারা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট চুক্তি বলে উল্লেখ করেছে।
ফোনালাপে লাম যুক্তরাষ্ট্রকে আরও অনুরোধ করেছেন, যেন তারা ভিয়েতনামকে একটি বাজার অর্থনীতি হিসেবে স্বীকৃতি দেয় এবং কিছু উচ্চ প্রযুক্তির পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে হোয়াইট হাউস এখনো পর্যন্ত ট্রাম্প বুধবার সকালে যে চুক্তি ঘোষণা করেছেন তার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

Discussion about this post