শেখ মোহাম্মদ রতন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার উত্তর থানার সামনে পাঁচটি যানবাহনের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ইলিশ পরিবহনের বাস, গোসাইরহাট এক্সপ্রেস বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় ১৫ জন আহত হন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরআর/

Discussion about this post