শেয়ার বিজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও রেকর্ড গড়ল।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এশিয়ার বাজারে এর দাম ১ লাখ ২২ হাজার ৮৯০ ডলারে পৌঁছেছে-যা ইতিহাসের সর্বোচ্চ। বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২৯ শতাংশ দাম বেড়েছে এ ডিজিটাল মুদ্রার।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নীতিমালার অগ্রগতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন বিটকয়েনের এ ঊর্ধ্বগতির মূল কারণ। চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে ‘জিনিয়াস অ্যাক্ট’, ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ এবং ‘অ্যান্টি-সিবিডিসি সার্ভেইলেন্স অ্যাক্ট’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল অ্যাসেট খাতের জন্য একটি পূর্ণাঙ্গ আইনগত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর ভাষায়, ‘প্রাতিষ্ঠানিক চাহিদা, ভবিষ্যৎ লাভের প্রত্যাশা এবং ট্রাম্পের সমর্থন-সব মিলে বিটকয়েন এখন এক ইতিবাচক ঝড়ের মাঝে।’ তার মতে, ১ লাখ ২৫ হাজার ডলারের মাইলফলক ছোঁয়াও এখন সময়ের ব্যাপার মাত্র। এ উত্থানের প্রভাব পড়েছে পুরো ক্রিপ্টো বাজারে। ইথার, রিপল এবং সোলানাসহ বেশিরভাগ টোকেনের দাম গড়ে ২-৩ শতাংশ বেড়েছে। বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার। হংকংয়ের বাজারেও স্পট বিটকয়েন ও ইথার ইটিএফগুলোর দাম রেকর্ড উচ্চতায়। সব মিলিয়ে, ‘ক্রিপ্টো সপ্তাহে’ দুনিয়া যেন নতুন এক ডিজিটাল যুগের অপেক্ষায়।
আরআর/

Discussion about this post