প্রতিনিধি, সিরাজগঞ্জ : সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞ থাকা উচিত, যার কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু জামায়াতের কৃতজ্ঞতা নেই, তারা শহিদ জিয়ার ল বিএনপিকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে, নতুন করে ষড়যন্ত্র করছে, কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। কারণ বিএনপি হচ্ছে এদেশের মানুষের ভালোবাসার দল।
গতকাল বুধবার দুপুরে ইবি রোডে পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য দেন উল্লাপাড়া সলঙ্গার সাবেক এমপি এম আকবর আলী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, গোলাম সরোয়ার, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা প্রমুখ।

Discussion about this post