শেয়ার বিজ ডেস্ক : বিনিয়োগ সচেতনতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) ও এতদসংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টায় বিএসইসির মাল্টিপারপাস হলে এ সেমিনার শুরু হয়।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেমিনারে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির সকল নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সিএফডি ও সিএমআরআরসি বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি পাবলিক ইস্যু রুলস ও এর সংশোধনীসমূহ, কোম্পানিসমূহের পুঁজিবাজারে তালিকাভুক্তির কারণ, পুঁজিবাজারে তালিকাভুক্তির সুবিধা ও অসুবিধা, পুঁজিবাজারে ফেয়ার ভ্যালু নির্ধারণে প্রাইস ডিসকোভারি প্রক্রিয়া, বুক বিল্ডিং ফ্লোটেশন মেথড ও ফিক্সড প্রাইস মেথড, ডাচ অকশন পদ্ধতি, ইংলিশ অকশন পদ্ধতি, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম, শেয়ার লক ইন, আইপিও প্রাইস স্ট্যাবিলাইজেশনে আন্ডাররাইটারের ভূমিকা ইত্যাদিসহ আরো বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী বিএসইসির পক্ষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, সেমিনারের মাধ্যমে বিএসইসির কর্মকর্তারা অনেক কিছু জেনেছেন ও সমৃদ্ধ হয়েছেন। আগামীতেও এধরণের সেমিনার আয়োজনের কথা উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে দেশের পুঁজিবাজার ও অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দেশের উন্নতি নিশ্চিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরআর/

Discussion about this post