প্রতিনিধি, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন টুটুল হাওলাদার, শ্রী দিলীপ চন্দ ঘোষ, শাহিনুর রহমান শাহিন, মো. ইয়াসিন ও বাবুল মিয়া।
উপজেলা প্রশাসন জানায়, এর আগে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেল-জরিমানাসহ নানা পদক্ষেপ নিলেও বালুখেকোদের থামানো যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, আমাদের অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post