নিজস্ব প্রতিবেদক : বাংলাশে ব্যাংকের ‘সাসটেইনেবিলিটি রেটিং ২০২৪’-এ সর্বোচ্চ রেটিং অর্জন করে দেশের শীর্ষ সাস্টেইনেবল আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চায় নিজেদের অবস্থান আরও শক্ত করল প্রতিষ্ঠানটি।
বাংলাশে ব্যাংক প্রতি বছর দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই পারফরম্যান্স মূল্যায়ন করে াকে। এতে গ্রিন ফাইন্যান্স, পুনঃর্আয়ন উদ্যোগ, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), কোর ব্যাংকিং কার্যক্রমে সাস্টেইনেবিলিটি এবং ব্যাংকিং সেবার এই সূচকগুলো বিবেচনায় নেয়া হয়। এসব ক্ষেত্রেই আইপিডিসির উজ্জ্বল পারফরম্যান্স তাদের এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনে দেয়।
এই সাফল্য প্রসঙ্গে আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউ সামস বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এমন সম্মানজনক স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। এটি প্রমাণ করে যে, আমাদের কর্মকাণ্ড শুধু জাতীয় নয়, বরং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। টেকসইতা আমাদের ব্যবসার কেন্দ্রে অবস্থান করে এবং এর প্রভাব পড়ে আমাদের প্রতিটি সিদ্ধান্ত, পরিকল্পনা ও অংশীজন ব্যবস্থাপনায়।’
বিশ্লেষকদের মতে, এই স্বীকৃতি আইপিডিসির সুপরিকল্পিত ও দূরদর্শী কৌশলের স্বীকৃতি। প্রতিষ্ঠানটি শুধুমাত্র পরিবেশবান্ধব অর্থায়নেই নয়, বরং সবুজ পুনঃঅর্থায়ন, সিএমএসএমই খাতের বিকাশ, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল ঋণ কার্যক্রমে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
চলতি বছরের মূল্যায়নে যেখানে ১০টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছে, সেখানে আইপিডিসি তাদের দৃশ্যমানএবং কার্যকর উগ্যোগের জন্য বিশেষভাবে আলোকিত হয়েছে।
এই অর্জন শুধু আইপিডিসির জন্য নয়, বরং বাংলাদেশের আর্থিক খাতের জন্য একটি ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করে-দায়িত্বশীল ও টেকসই আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষেও আন্তর্জাতিক মানের স্থায়িত্ব অর্জন সম্ভব।

Discussion about this post