প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি বাজার এলাকায় ট্রাকচাপায় দেবব্রত রায় দাসু নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবব্রত রায় বাসু রংপুর মহানগরের রাধাবল্লব এলাকার শিতিশ চন্দ্রের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানার কর্মকর্তা ও আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সতীশ চন্দে র নাতি জামাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে শুশ্বরবাড়ি আদিতমারী উপজেলা সদরের কাচারি মোড়ের নিত্যানন্দ চন্দে র বাড়ি আসছিলেন দেবব্রুত রায় দাসু। পে নামুড়ি বাজার এলে বুড়িমারীগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি ও তার ছেলে মিথিল চন্দ্র। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দাসুকে মৃত ঘোষণা করেন। আহত তার ছেলে মিথিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করেন। আদিতমারী থানার ওসি আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Discussion about this post