শেয়ার বিজ ডেস্ক : বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। সে অনুসারে এখন থেকে যাত্রীদের বিদায় বা অভ্যর্থনা জানাতে ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় যাত্রীপ্রতি সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশ করতে পারবেন। আগামী রোববার (২৭ জুলাই) এ নিয়ম কার্যকর হবে।
আজ শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।
বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরআর/

Discussion about this post