শেয়ার বিজ ডেস্ক : ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের লাশ ভারতের বিলনিয়া হাসপাতালে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- লিটন (৩২) পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে ও মো. মিল্লাত হোসেন (২১) একই এলাকার ইউছুফ মিয়ার ছেলে। অন্যদিকে গুলিবিদ্ধ মো. আফছার (৩০) তাদের প্রতিবেশী মৃত এয়ার আহম্মদের ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি জানিয়েছে, রাতের এ ঘটনার বিষয়ে শুরুতে একজনের মৃত্যুর কথা জানা গেলেও পরে আরও এক বাংলাদেশির ভারতের বিল নয়ায় মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাঁটা বাউন্ডারির কাছে যান লিটন, মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফের সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। গুরুতর আহত মিল্লাত ও আফছারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন মিল্লাতের মৃত্যু হয়।
এ বিষয়ে ফেনী বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাসপদুয়ার সীমান্ত থেকে বিভিন্ন চোরাচালান উদ্ধার করেছে বিএসএফ। এসব কর্মকাণ্ডে দুই দেশের লোকজন জড়িত। বিএসএফের গুলির ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সীমান্তে কোনোভাবেই গুলির ঘটনা কাম্য নয়। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে।
আরআর/

Discussion about this post