প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি মো. আবদুল মান্নান জানান, গতকাল শুক্রবার সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বগাবাড়ি বিলে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি বিকৃত অবস্থায় ছিল এবং পরনে কোনো কাপড় ছিল না। অন্যদিকে একই উপজেলার মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি ডোবা থেকে জাকির হোসেন নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঠেঙ্গারবান এলাকার সমেজ উদ্দিনের ছেলে। কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, শুক্রবার ভোরে জাকির হোসেন কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন।
পরে মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি জমির পাশের ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

Discussion about this post