প্রতিনিধি, মুন্সীগঞ্জ : বাংলাদেশে ১৯৭৬ সাল থেকে বারবার ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার জন্য কারও গাফিলতি, প্রশিক্ষণের ঘাটতি না খামখেয়ালি-এ বিষয়ে প্রশ্ন তুলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান, যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ এভাবে না ঝরে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী আন্ডার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হন। প্রধান অতিথির বক্তব্যে মীর সরফত আলী সপু বলেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই দেশের ছোটখাটো সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মী।

Discussion about this post