শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানের ট্রাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে স্থানীয় সময় শনিবার রাতে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। খবর: বিজনেস স্ট্যান্ডার্ড।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের বলেন, ১১ জন আহত হওয়া অবশ্যই মর্মান্তিক, তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সময় আশপাশে থাকা ক্রেতারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শী ৩৬ বছর বয়সী টিফানি ডেফেল বলেন, আমি ও আমার বোন পার্কিং লটে ছিলাম, হঠাৎ চারপাশে চিৎকার আর বিশৃঙ্খলা। এটা সত্যিই ভীতিকর ছিল। এটা সিনেমার মতো লাগছিল, বাস্তবে এমন কিছু ঘটবে ভাবিনি। ট্রাভার্স সিটিতে এমন ঘটনা কল্পনা করা যায় না। উত্তর মিশিগানের সবচেয়ে বড় হাসপাতাল মুনসন হেলথকেয়ার সামাজিক যোগাযাগমাধ্যমে জানিয়েছে, ১১ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের মুখপাত্র মেগান ব্রাউন জানান, আহতদের সবাই ছুরিকাঘাতের শিকার। তিনি আরো জানান, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
কাউন্টির শেরিফ শিয়া বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি ফোল্ডিং-স্টাইল ছুরি উদ্ধার করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি মিশিগানেরই বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, এই নির্মম সহিংসতায় আহতদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।
ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, তারা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
বিবৃতিতে বলা হয়, এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আহতদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।
এফবিআইয়ের উপ-পরিচালক ড্যান বোঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, ব্যুরো কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সাড়া দিচ্ছেন।
ট্রাভার্স সিটি মিশিগানের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটি চেরি উৎসব, ওয়াইন এবং লেক মিশিগানের তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ডেট্রয়েট থেকে প্রায় ২৫৫ মাইল (৪১০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত ট্র্যাভার্স সিটি।

Discussion about this post