শেয়ার বিজ ডেস্ক : রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের উপকূলে গতকাল বুধবার রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চার মিটার পর্যন্ত উচ্চতার সুনামি সৃষ্টি হয় এবং রাশিয়ার পাশাপাশি জাপান, হাওয়াই ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ব্যাপক সতর্কতা ও লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ভূমিকম্পের পর ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামির সতর্কতা দেয়া হয়েছে। যদিও এই অঞ্চলে ঢেউয়ের উচ্চতা তুলনামূলকভাবে কম হবে। গতকাল বুধবার ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ বলেন, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। কামচাটকার কয়েকটি অংশে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি দেখা গেছে এবং বাসিন্দাদের সমুদ্রতীরবর্তী অঞ্চল থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৯ দশমিক ৩ কিলোমিটার এবং কেন্দ্র ছিল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ৮ দশমিক শূন্য মাত্রার প্রাথমিক হিসাব পরে সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়েছে। এরপরও ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, উপদ্বীপের কিছু অংশে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, সেভেরো-কুরিলস্কের একটি মাছ প্রক্রিয়াকরণ কারখানা ও বন্দর প্লাবিত হয়েছে। সেখানে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
রুশ স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ জানান, কয়েকজন বাসিন্দা চিকিৎসা সহায়তা নিয়েছেন। একজন জানালা দিয়ে লাফিয়ে পড়ায় আহত হন এবং নতুন এয়ারপোর্ট টার্মিনালে এক নারী আহত হয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। উপকূলজুড়ে সুনামি সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের উচ্চভূমিতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
উত্তর হোক্কাইডো দ্বীপ থেকে এনএইচকে-র সম্প্রচারে দেখা গেছে, বহু মানুষ একটি ভবনের ছাদে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন। আর জেলেরা তাদের নৌকা বন্দরের বাইরে নিয়ে গেছেন ক্ষতির আশঙ্কায়।
২০১১ সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকেও কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে অপারেটর প্রতিষ্ঠান টেপকো। তবে এখন পর্যন্ত কোনো পারমাণবিক স্থাপনায় অস্বাভাবিকতা দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, প্রশান্ত মহাসাগরে বিশাল ভূমিকম্পের ফলে হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি হয়েছে। আলাস্কা ও মার্কিন পশ্চিম উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ঝুঁকির মুখে।
হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা রয়েছে। বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে চলে যেতে হবে অথবা চারতলার ওপরের অংশে আশ্রয় নিতে হবে।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, রাশিয়া ও ইকুয়েডরের কিছু উপকূলে তিন মিটার পর্যন্ত ঢেউ দেখা দিতে পারে। জাপান, হাওয়াই, চিলি ও সলোমন দ্বীপপুঞ্জে এক থেকে তিন মিটার এবং প্রশান্ত মহাসাগরের আরও অনেক উপকূলে অপেক্ষাকৃত ছোট ঢেউ আঘাত হানতে পারে।
রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চল প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে ভূকম্পন ও আগ্নেয়গিরি প্রবণ অঞ্চলগুলোর একটি। রুশ ভূবিজ্ঞান অ্যাকাডেমি জানিয়েছে, ১৯৫২ সালের পর এই অঞ্চল এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি।
স্থানীয় ভূ-পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক দানিলা চেব্রভ বলেন, মারাত্মক মাত্রার হলেও ভূমিকম্পটির কেন্দ্রস্থলের বৈশিষ্ট্যের কারণে কম্পনের তীব্রতা প্রত্যাশার তুলনায় কিছুটা কম ছিল। আফটারশক এখনও চলছে, তবে বড় ধরনের নতুন ভূমিকম্পের আশঙ্কা কম।
ফিলিপাইনের ভূমিকম্প ও আগ্নেয়গিরি সংস্থা বলেছে, গতকাল বুধবার দুপুরে এক মিটারেরও কম উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আঘাত হানার আশঙ্কায় ফিলিপাইনের ২০টির বেশি প্রদেশের বাসিন্দাদের সমুদ্রের কাছাকাছি না যেতে অনুরোধ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-তত্ত্ব সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। সেখানকার বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি সমুদ্রতট থেকে দূরে থাকতে বলা হয়েছে। এখন পর্যন্ত কোনো জরুরি উদ্ধারের নির্দেশ দেয়া হয়নি।

Discussion about this post