শেয়ার বিজ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। তবে সেই সংগ্রহকে খুব বেশি বড় করা হয়নি তাদের। আগের দিনের ২০৪ রানের সঙ্গে আর ২০ রান যোগ করতেই আজ বাকি ৪ উইকেট হারিয়েছে ভারত।
প্রথম দিনে ৬৪ ওভার খেলা ভারত আজ মাত্র ৩৪ বল খেলতেই অলআউট হয়েছে। তাতে ২২৪ রানেই থামতে হএয়ছে শুবমান গিলের দলকে।
দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।
এদিন ভারতের হয়ে ব্যাটিং শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার। এর মধ্যে নায়ার গতকালের ৫২ রানের সঙ্গে আর ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। সুন্দর ফিরেছেন ব্যক্তিগত ২৬ রানে।
তাদের বিদায়ের পর আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের রানের খাতাই খোলা হয়নি। তাতে দ্বিতীয় দিনের সকালে অল্প সময়েই গুটিয়ে গেল ভারত।
সফরকারীদের অলআউট করে ব্যাট করতে নামা ইংল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৯৩ রান তুলেছে।
আরআর/

Discussion about this post