সোমবার, ৪ আগস্ট, ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

একদিনে সর্বোচ্চ মৃত্যু কোটা আন্দোলনে

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ৪ আগস্ট ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ৩৫ জুলাই, রোববার। ক্যালেন্ডারের পাতায় দিনটি ৪ আগস্ট, ২০২৪। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি শুরু হয়। আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কিছুক্ষণ পরপর মৃত্যুর খবর আসছে। সকাল থেকে অনলাইন পত্রিকাগুলো আন্দোলনে মৃত্যুর সংখ্যা লাইভ আপডেট দিচ্ছে। কিছুক্ষণ পরপর বাড়ছে মৃত্যুর সংখ্যা। সন্ধ্যার আগেই এ সংখ্যা ১০০ ছাড়ায়।
সন্ধ্যার পর খবর আসে পূর্বনির্ধারিত ৬ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তখনও রাস্তায় গোলাগুলি ও সংঘর্ষ চলছিল।
সরকার হটাতে একদিন এগিয়ে আনা এ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশ থেকে মানুষকে রাজধানীতে আসার আহ্বান জানায় আন্দোলনকারীরা। এদিকে আন্দোলন শক্ত হাতে দমনের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের ধারণা ছিল, শিক্ষার্থীদের আন্দোলন এখন আর তাদের হাতে নেই। কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন গণভবনে নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে কঠোর বার্তা দেন বলে তার সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের জানান। খবর: বাসস
এরপর সরকারের কাছ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’ জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর ২০১৯ সালের মার্চে গঠিত ২৭ সদস্যের এ কমিটি ২০২৩ সালের পর ওই প্রথম বৈঠকে বসে।
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও সরকারের কঠোর হওয়ার বার্তা দেন।
তিনি সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, ‘এটা তো এখন পরিষ্কার, তারা কী চাচ্ছে। সেই ঘোষণা তো গতকাল তারা দিয়েছে।’
‘এই ঘোষণা দেয়ার পরে এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয়, তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করতে হবে?’
আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পর্কের পক্ষে যুক্তি দেখিয়ে আরাফাত বলেন, ‘বিএনপির তো আগেরই দাবি এটা। তারা বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করল গতকাল। এখন আর তারা আলাদা থাকল না। এটা এখন বিএনপি-জামায়াতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা। সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা। সেটার দ্বার খুলে দেয়া হলো। তারপর দাবি ছিল বিচার। সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করল। বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনব। সকল দাবি পূরণ হয়ে গেল। তারপর এখন হচ্ছে এক দফা দাবি। মানে ওখানে তারা যেতেই চাইবে।’
আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আজকে সন্ত্রাসীরা নেমে হসপিটাল থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যে আক্রমণ করছে, এটা তো পরিষ্কার। ভাই গতকাল তো আপনার এই কাজ করতে হয় নাই। আমরা তো বলে দিয়েছি যে করেন। তারা সমস্ত শক্তি নিয়ে শহিদ মিনারে গেল। তারপর যাওয়ার পরে তো ভাবল যে দুই-তিন লক্ষ লোক জড়ো হবে। দেখা গেল ৩০-৩৫ হাজার বা খুব বেশি হলে ৪০ হাজার। তারপরে তো এখন এইটাতে তারা জনগণের মধ্যে সাড়া ফেলতে না পেরে আজকে সহিংসতার পথ বেছে নিল। সকাল থেকেই তো মারামারি শুরু করল। আগুন লাগানো শুরু করল।’ ঢাকার বিভিন্ন স্থানে রবিবার আওয়ামী লীগ মিছিল বের করে। আওয়ামী লীগ সংঘাত চাইছে না বলে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরাফাত বলেন, ‘আমরা ধৈর্য ধরেছি, এখনও ধরতে চাই। আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতাকর্মী প্রচুর আছে, অনেক জনসমর্থন। বঙ্গবন্ধুকন্যা ডাক দিলে তারা রাস্তায় নামবেন। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আলোচনার দরজা খোলা রেখেছি। আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সাথে এটা বলতে চাই, সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে।’
সরকারের পদক্ষেপ কী হবেÑপ্রশ্ন করা হলে আরাফাত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দাঙ্গা দমনে নির্দেশকে নজির হিসাবে দেখান।
‘যারা রায়ট করছে, সংঘাত সহিংসতা করছে আইনের পূর্ণাঙ্গ প্রয়োগ, তাদের ওপর করা হবে। একথা তো তারাও (যুক্তরাজ্য) বলছে। গোটা দুনিয়াতে তাই বলে। আমাদেরও কথা হচ্ছে, আইনের প্রয়োগ হবে এবং সন্ত্রাসকে দমন করব। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে আইনের মাধ্যমে, আইন প্রয়োগ করা হবে।’
পুলিশ আবার ‘অ্যাকশনে’ যাবে কি নাÑএক সাংবাদিকের প্রশ্নে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আইনের প্রয়োগ বলতে আপনি কী বোঝেন? সেটাই। কিয়ার স্টারমার যেটা বলেছেন, ৎরড়ঃবৎং রিষষ ভধপব ঃযব ভঁষষ ভড়ৎপব ড়ভ খধ.ি ওইটা একটু পড়ে দেখেন। ওটাকেই ফলো করব। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা ওটাই ফলো করব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসব বার্তা দিয়েছেন বলে জানান আরাফাত।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে। (সূত্র: প্রথম আলো)
বিএসএমএমইউ হামলা: এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হামলা হয়। হামলাকারীরা উপাচার্যের কক্ষসহ বেশ কয়েকটি অফিস কক্ষ ভাঙচুর করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরে থাকা চিকিৎসক ও রোগীদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার আকস্মিকতায় চিকিৎসক, নার্সদের পাশাপাশি রোগীরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার দিক থেকে একটি মিছিল আসে শাহবাগে। তখন বিএসএমএমইউর সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেøাগান দিচ্ছিলেন। মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান। ভেতর থেকে তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তখন বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতরে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজতে থাকেন। একপর্যায়ে হাসপাতালের প্রাঙ্গণে থাকা প্রায় ২০টি গাড়ি ও অ্যাম্বুলেন্স এবং ১৫টির মতো মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে আবার ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তখন আবার ভাঙচুর শুরু হয়। সাড়ে ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান বিক্ষোভকারীরা। তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে বিক্ষোভে এক দফা দাবিতে সেøাগান দেয়া হয়। আরও বলা হয়, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান বলেন, হামলাকারীরা অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ মোট ৫২টি যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছেন। উপাচার্যের কার্যালয় ও মিলটন হলসহ বি ব্লকের সব কটি অফিস ভাঙচুর করেছেন। ডি ব্লকে উঠে চিকিৎসকদের দ্রুত হাসপাতাল থেকে চলে যেতে বলেছেন। ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি ভবনের অনেক জানালা বা বারান্দার কাচ ভেঙেছেন।
ফের ৩ দিন সাধারণ ছুটি: অসহযোগ আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে সোমবার থেকে ফের তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ বলবৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণ ছুটি চলাকালে বন্ধ থাকবে হাইকোর্ট ও আপিল বিভাগের সব ধরনের বিচারিক কার্যক্রম।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উচ্চ আদালতের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন প্রধান বিচারপতি।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে কোনো জরুরি বিষয়ে প্রয়োজন হলে প্রধান বিচারপতি সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
আন্দোলনকে কেন্দ্র করে ঘোরতর মানবাধিকার লঙ্ঘন: রোববার শিক্ষার্থীদের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতা চলার মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে ঘোরতর ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটছে বলে অভিমত তুলে ধরে।
টিআইবি মনে করে, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া দরকার।
কোটা আন্দোলনের সময়ে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে দেশের ৪৫টি এলাকায় টিআইবি একসঙ্গে মানববন্ধন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস, যৌক্তিক ও অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর চাপিয়ে দেয়া সহিংসতায় দুই সপ্তাহ ধরে দেশে নজিরবিহীন ও নির্মম হত্যাকাণ্ড, ধারাবাহিক বেআইনি নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। সেইসঙ্গে বাছবিচারহীন মামলা-যথেচ্ছ হামলা, ব্লকরেইড করে নির্বিচারে গণগ্রেফতার, অবৈধ রিমান্ড, নিরাপত্তা দেবার নাম করে গোয়েন্দা কার্যালয়ে আটক ও নির্যাতন, হুলিয়া-পরোয়ানা, অনলাইন-অফলাইন হুমকিসহ সংবিধান, বাক্স্বাধীনতা ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এক নৈরাজ্যপূর্ণ ও বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে।’
শুধু রাজধানী ঢাকার বিভিন্ন থানায় ২ লাখ ১৩ হাজারের বেশি মানুষকে আসামি করে ২০০ মামলা দায়েরের উল্লেখ করে টিআইবি বলছে, ‘সমস্ত নৈতিকতা ও বিবেকবোধ বিসর্জন দিয়ে অনেককে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে।’
টিআইবি বলছে, দেশে জবাবদিহিহীন কার্যক্রমকে বৈধতা ও মূল অপরাধীদের সুরক্ষা দেওয়ার জন্য ‘অসত্য বয়ান ও নিরেট মিথ্যাচার’ করা হচ্ছে, যে কারণে উদ্বেগ, শঙ্কা ও আস্থাহীনতা আরও গভীর হয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ আরও বেশি রুদ্ধ হয়েছে।
সুশাসনের ঘাটতি, সীমাহীন দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা এবং একচ্ছত্র ক্ষমতার দম্ভ এই পরিস্থিতি তৈরি করেছে বলে সংস্থাটি মনে করে।
এ অবস্থা থেকে উত্তরণে কিছু সুপারিশ দিয়েছে টিআইবি। তার মধ্যে রয়েছে নজিরবিহীন ও নির্মম মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে, জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে স্বাধীন কমিশন গঠন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোনো কিছু প্রচারে মন্ত্রণালয় বাধ্য করে না

Next Post

হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র বর্মণ

Related Posts

অবশেষে সাগর থেকে ইলিশ নিয়ে ফিরছে জেলে
সারা বাংলা

অবশেষে সাগর থেকে ইলিশ নিয়ে ফিরছে জেলে

কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট
সারা বাংলা

কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

দেড় ঘণ্টায় ২২১ শেয়ারদর বৃদ্ধি, লেনদেন ৪শ কোটি টাকা
পুঁজিবাজার

ডিএসইতে লেনদেনের সঙ্গে সূচক কমেছে ৫০ পয়েন্ট

Next Post
হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র বর্মণ

হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র বর্মণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ছওয়াবের সাফল্য এবার আন্তর্জাতিক অঙ্গনে

ছওয়াবের সাফল্য এবার আন্তর্জাতিক অঙ্গনে

জামাল ভূঁইয়া সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

জামাল ভূঁইয়া সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

অবশেষে সাগর থেকে ইলিশ নিয়ে ফিরছে জেলে

অবশেষে সাগর থেকে ইলিশ নিয়ে ফিরছে জেলে

কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনে টাউন হল মিটিং

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনে টাউন হল মিটিং




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET