শেয়ার বিজ ডেস্ক : প্রবাসীরা জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি। তবে, এ সময়ে দেশের আটটি ব্যাংকে এক টাকাও রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যেসব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি, সেগুলো হলো-
রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক।
এ ছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ে তুলনায় ৬ হাজার ৮৮২ কোটি টাকা বেশি। গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাই মাস) এসেছিল ১৯১ কোটি ৩৮ লাখ ডলার।
আরআর/

Discussion about this post