নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্কহার গতকাল থেকে কার্যকর হয়েছে। ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যে এখন থেকে অতিরিক্ত শুল্ক দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর চূড়ান্ত শুল্কহার গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেন। নতুন সিদ্ধান্তে বাংলাদেশের ওপর পাল্টা শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
মার্কিন প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর এই শুল্ক হ্রাসের ঘোষণা আসে। এর আগে এপ্রিলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে, যা পরে জুলাইয়ে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ জানিয়েছে, আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে ১৬ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক দিতে হতো। এখন নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হওয়ায় মোট শুল্কহার দাঁড়াবে ৩৬ দশমিক ৫ শতাংশে। এই হার পণ্যভেদে ভিন্ন হবে।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। দেশটির বাজারে বাংলাদেশের মোট রপ্তানির ৮৬ শতাংশের বেশি তৈরি পোশাক।
২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন বা ৭৫৪ কোটি ডলারের তৈরি পোশাকপণ্য।

Discussion about this post