প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : জুলাই গণঅভুত্থান ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটি সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এর নেতৃত্বে বিজয় র্যালি করেন।
শনিবার বিকেলে আড়াইহাজারে হাজার হাজার আমজনতার সতস্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে বিজয় র্যালিটি আড়াইহাজারের কাঁচা বাজার আড়ৎ থেকে শুরু করে দিঘির পাড় চৌরাস্তা পায়রা চত্তর হয়ে বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ভিপি মনজুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মিরজুল ইসলাম নয়ন, বিশনন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হানজালা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, গোপাল’দা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান কমিশনারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Discussion about this post