শেয়ার বিজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১২ জন সহকারী কমিশনারকে বদলি ও পদায়ন করেছে।
রবিবার (১০ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এসব কর্মকর্তা জনস্বার্থে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত মোহাম্মদ আব্দুল্লাহ আল মুকিতকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটে এবং খন্দকার সোলায়মানকে রংপুরে বদলি করা হয়েছে। মিনহাজ উদ্দিন আহমেদ সৌরও ও মোহাম্মদ এরশাদ চৌধুরীকে পদায়ন করা হয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে।
এছাড়া, মো. আব্দুল্লাহ-আল-মামুনকে রংপুরে, শেখ শাহির আহমেদকে কুমিল্লায়, মাহমুদুল আলম পলাশকে রাজশাহীতে, এহসানুল হক মাহিনকে সিলেটে এবং মো. হেদায়েতুল ইসলামকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
অপরদিকে, মো. মাসুদ রানা ও মো. ফয়সাল চৌধুরী স্বরূপকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ আবুল মনসুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়- যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর কর্মকর্তাদের যোগদানের কপি এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠাতে হবে।
আরআর/

Discussion about this post