শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
আজ রোববার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
ওরিয়ন ইনফিউশনের গত ২০ জুলাই শেয়ার দর ছিল ৩৩৭ দশমিক ২০ টাকায়। আর ১৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৫৯ দশমিক ৯০ টাকায়। অর্থাৎ ১ মাসের শেয়ারটির দর বেড়েছে ১২২ দশমিক ৭০ টাকা বা ৩৬ শতাংশ।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
আরআর/

Discussion about this post