নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিত্তিও নিয়ে তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তার বাধ্যতামূলক ছুটি বহাল থাকবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী গতকাল বুধবার এসব কথা বলেন।
ডেপুটি গভর্নর বলেন, ‘বিএফআইইউ প্রধানকে ইতোমধ্যে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে এলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন।’
এর আগে গত মঙ্গলবার গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধানকে ছুটিতে রাখা হবে। তবে গতকাল বুধবার অফিসে যোগ দেন শাহীনুল ইসলাম। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে উত্তেজনা দেখা দেয়।
শাহীনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অফিস করতেছি। ছুটির বিষয়ে জানি না।’
উল্লেখ্য, এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

Discussion about this post