বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২ | ৫ রবিউল আউয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

লক্ষ্যভিত্তিক নীতিসহায়তার আহ্বান সিএমএসএমই খাতে ঋণপ্রবাহ কম

Share Biz News Share Biz News
সোমবার, ২৫ আগস্ট ২০২৫.১২:৫৯ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
লক্ষ্যভিত্তিক নীতিসহায়তার আহ্বান সিএমএসএমই খাতে ঋণপ্রবাহ কম
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতা উল্লেখজনকহারে বাড়ার কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে। ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে। এর কারণে গত বছরের তুলনায় বেশির ভাগ দেশের অর্থনীতি আরও বেশি মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) সিএমএসএমই খাতের অভিজ্ঞতা ততটা ভালো ছিল না। কেননা উল্লিখিত সময়ে এ খাতে ঋণ বিতরণ আগের প্রান্তিকের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ কমেছে। তাই সিএমএসএমই খাতের জন্য প্রয়োজন লক্ষ্যভিত্তিক নীতি সহায়তা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে গতকাল রোববার এ আহ্বান জানায় ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ। রাজধানীর ঢাকা চেম্বার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন।

তাসকীন আহমেদ বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কারোপসহ বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ হ্রাস, শিল্প খাতে জ্বালানি সরবরাহ অনিশ্চয়তা, বিনিয়োগ স্থবিরতা, নানা দুর্নীতি প্রভৃতি কারণে বেসরকারি খাতের অগ্রগতি তেমন আশাব্যঞ্জক নয় এবং এ অবস্থার আলোকে বাংলাদেশের এলডিসি উত্তরণে নিজেদের প্রস্তুতি সম্পন্নের লক্ষ্যে আরও কিছুদিন সময় প্রয়োজন।’

মূল প্রবন্ধে তিনি ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রানীতি, মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, কৃষি, শিল্প ও সেবা খাত, সিএমএসএমই, তথ্য-প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ, লজিস্টিক অবকাঠামো, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক খাতের ওপর বিস্তারিত আলোচনা করেছে।

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ‘শুল্ক ও বাণিজ্য প্রতিবন্ধকতা উল্লেখজনক হারে বৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে। ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে। এর কারণে গত বছরের তুলনায় বেশির ভাগ দেশের অর্থনীতি আরও বেশি মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি জানান, এলডিসি থেকে উত্তরণের বহুমাত্রিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে, ডিসিসিআই কমপক্ষে ৩ বছর এলডিসি উত্তরণ স্থগিত করার প্রয়োজন বলে মনে করে। যাতে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি, একটি শক্তিশালী ট্রানজিশন কৌশল বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট নীতিমালাগুলো হালনাগাদ সম্ভব হয়। করপোরেট করহার বিশেষ করে অ-তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক হওয়া উচিত বলে মনে করে ডিসিসিআই সভাপতি; যার কারণে বিনিয়োগ নিরুৎসাহিত হবে না।

তিনি আরও বলেন, ‘২০২৫ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে; যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন এবং বিদ্যমান অবস্থার আলোকে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে ব্যাংক খাতে স্থিতিশীলতা আনয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত জ্ঞাপন করেন, যাতে ব্যবসা-বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, অভ্যুথানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম, তবে সেটি পাইনি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভসহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতার জন্য উদ্যোগ থাকলেও কর আহরণের পরিমাণ বাড়াতে এনবিআরকে আরও উদ্যোগী হতে হবে; যদিও এ ধরনের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না, বরং হয়রানি অনেকগুণে বেড়েছে।’

তাসকীন আহমেদ বলেন, ‘এলডিসি উত্তরণে আমরা ভীত নই, তবে বৈশ্বিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ আন্দোলন বিক্ষোভ এবং সর্বশেষ ট্রাম্প কর্তৃক পারস্পরিক শুল্ক আরোপের উদ্যোগ এ পরিস্থিতি আরও অসহনীয় করেছে। তাই আরও কিছুটা সময় পেলে আমরা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে পারব এবং এ উদ্যোগে সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ একান্ত অপরিহার্য।’

ডিসিসিআই সভাপতি উল্লেখ করেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, বাংলাদেশে রপ্তানি ৩ দশমিক ০৯ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে আমদানি বেড়েছে ৪৬ দশমিক ৮ শতাংশ। এমতাবস্থায় রপ্তানি ত্বরান্বিত করতে তিনি পণ্যের মূল্য সংযোজন, বৈচিত্র্যকরণ, নতুন বাজার অনুসন্ধান, সাপ্লাই চেইন সংযোগ বৃদ্ধি এবং বহুপাক্ষিক বাণিজ্য কূটনীতি ত্বরান্বিতকরণের ওপর জোরারোপ করেন।’

২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) সিএমএসএমই খাতের অভিজ্ঞতা ততটা ভালো ছিল না। কেননা উল্লিখিত সময়ে এ খাতে ঋণ বিতরণ আগের প্রান্তিকের তুলনায় ২৩ দশমিক ৬% হ্রাস পেয়েছে। তাই সিএমএসএমই খাতের জন্য প্রয়োজন লক্ষ্যভিত্তিক নীতি সহায়তা-রাজস্ব প্রণোদনা, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, সাশ্রয়ী অর্থায়ন, বিনিময় হার স্থিতিশীলতা এবং সহজীকৃত কমপ্লায়েন্সÑযাতে খরচ কমানো যায় এবং প্রতিযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে তিনি সুদের হার হ্রাসের প্রস্তাব করেন তাসকীন আহমেদ, যা ২০২৪ সালের জুনে ১১ দশমিক ৫২ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালের মে মাসে ১২ দশমিক ১১ শতাংশে এসে পৌঁছেছে।

পরিকল্পনা কমিশনের সদস্য ড. মঞ্জুর হোসেন বলেন, ‘দেশের ম্যাক্রো-ইকোনমি কিছুটা হলেও স্থিতিশীল পর্যায়ে আছে। রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের উন্নীত হয়েছে; যা স্বস্তির বিষয়। মূল্যস্ফীতি বেশ কমেছে, তবে চালের মূল্য ক্রমাগত বাড়ছে। তাই এটাকে নিয়ন্ত্রণ করা গেলে মূল্যস্ফীতি আরও কমতে পারে। তবে মূল্যস্ফীতি না বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ যেন হ্রাস না হয়ে সেদিকে বেশি নজর দিতে হবে।’

তিনি বলেন, ‘অর্থনীতির প্রবৃদ্ধি কমে গেছে, এমতাবস্থায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়োনোর কোনো বিকল্প নেই।’

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে পারলেও মূল্যস্তর বেশ ওপরে চলে এসেছে। মানুষের ক্রয়ক্ষমতার অবনমনের এ বিষয়টি বেশ আশঙ্কার।’

তিনি উল্লেখ করেন, ‘বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাংক-টু-ব্যাংক এলসি সুবিধার কারণে তৈরি পোশাক খাত আজকে এ পর্যায়ে এসেছে। তাই রপ্তানির সম্ভাবনাময় অন্যান্য খাতগুলোকে এ ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা হলেও তা দমনে কার্যকর তেমন কোনো উদ্যোগ এখনও চোখে পড়েনি। আমাদের এডিপি বাস্তবায়ন পুরোটাই চলছে ঋণের ওপর, যেটা কোনোভাবেই টেকসই প্রক্রিয়া নয়। তাই অভ্যন্তরীণ সঞ্চয় ও কর আহরণ বাড়ানোর ওপর বেশি হারে মনোনিবেশ করতে হবে। অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন হলেও যোগাযোগ সংযোগসহ অন্যান্য সেবা প্রাপ্তিতে বেশ পিছিয়ে রয়েছি। এটার উন্নয়ন জরুরি।’

ড. মোস্তাফিজ আরও বলেন, ‘এলডিসি পিছিয়ে নেয়ার জন্য আবেদন করা যেতে পারে। তবে আমাদের প্রস্তুতির ঘাটতি রাখা যাবে না। যেন ব্যবসা সহায়ক পরিবেশ উন্নয়নে ঘাটতি না পড়ে। উন্নত দেশগুলোয় এসএমইরাই হলো মূল চালিকাশক্তি, তাই এ খাতের উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমশক্তির তৈরিতে সরকারকে এগিয়ে আসতে হবে।’

বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, ‘অর্থনীতির বর্তমান অবস্থা মন্দের ভালো। অবস্থা উন্নয়ন দেখা যাচ্ছে তবে দীর্ঘ সময়ের জন্য তা কাক্সিক্ষত নয়।’

তিনি উল্লেখ করেন, ‘দুর্নীতি যে খুব একটা কমেছে তা বলা যাবে না। অর্থনীতিকে বাঁচাতে হলে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। দুর্নীতির কারণে শুধু বদলি দিয়ে শাস্তি দিলে হবে না। মানুষের ভেতরকার পরিবর্তন প্রয়োজন।’

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (মুদ্রানীতি বিভাগ) মাহমুদ সালাহউদ্দিন নাসের বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি এখন বেশ কঠোর বলে বেসরকারি খাতের অভিযোগ রয়েছে। তবে আমরা বেসরকারি খাতের সহনীয় পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছি। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা না এলে ব্যবসা পরিচালনা, বিনিয়োগ আকর্ষণ ও মুনাফা অর্জন সম্ভব নয়।’

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসএমই ও স্পেশাল পোগ্রামস ডিপার্টমেন্ট) নওশাদ মুস্তাফা বলেন, ‘ক্যাপিটাল মেশিনারি আমদানি কমে যাওয়া, জুলাই আন্দোলন এবং গত বছরের বন্যার কারণে বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না।’

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের অর্থনৈতিক কর্মকর্তা মো. রাবিউল ইসলাম বলেন, ‘আমাদের ট্রেড কানেক্টিভিটি বাড়ানো এবং রপ্তানি বাজারের সঙ্গে এসএমইদের সংযোগ বৃদ্ধি এবং পণ্য পরিবহন খরচ হ্রাস করতে হবে।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত জেলেনস্কি

Next Post

রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার এখনই সময়: টিআইবি

Related Posts

তিন যুগ পর ইউসিবিতে হুমায়ুন পরিবারের নিয়ন্ত্রণ
অর্থ ও বাণিজ্য

তিন যুগ পর ইউসিবিতে হুমায়ুন পরিবারের নিয়ন্ত্রণ

আড়ালে পৌনে দুই লাখ কোটির খেলাপি ঋণ
অর্থ ও বাণিজ্য

আড়ালে পৌনে দুই লাখ কোটির খেলাপি ঋণ

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়: বুয়েট ভিসি
জাতীয়

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়: বুয়েট ভিসি

Next Post
রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার এখনই সময়: টিআইবি

রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার এখনই সময়: টিআইবি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

তিন যুগ পর ইউসিবিতে হুমায়ুন পরিবারের নিয়ন্ত্রণ

তিন যুগ পর ইউসিবিতে হুমায়ুন পরিবারের নিয়ন্ত্রণ

আড়ালে পৌনে দুই লাখ কোটির খেলাপি ঋণ

আড়ালে পৌনে দুই লাখ কোটির খেলাপি ঋণ

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়: বুয়েট ভিসি

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই কাম্য নয়: বুয়েট ভিসি

হোয়াটসঅ্যাপ প্রতারণা  থেকে সতর্ক করল ডিএসই

সূচকের টানা পতনে কমেছে লেনদেন

সোনালী লাইফের জীবন বিমা তহবিল কমেছে

সোনালী লাইফের জীবন বিমা তহবিল কমেছে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET