প্রতিনিধি, শেরপুর : শেরপুরে সামাজিক কবরস্থানের রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। সামাজিকভাবে দফায় দফায় বিচার-সালিশ করে দীর্ঘদিনেও বিষয়টির সুরাহা না হওয়ায় এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।
গত বুধবার দুপুরে রাস্তা উদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন গ্রামবাসী। ওই সময় এলাকাবাসীর স্বার্থে দ্রুত সময়ের মধ্যে সমস্যাটির সমাধান দাবি করেন তারা।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. আলী আকবর, মো. হাফিজ উদ্দিন, মো. শামীম মিয়া, মো. বাদশা মিয়া, মো. মজিবর রহমান, ফারুক আহমেদ, আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা বলেন, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সামাজিক কবরস্থানে যাতায়াতের রাস্তা বেদখল করে ঘর নির্মাণ করেছেন চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি মোশাররফ হোসেন। তিনি আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে সামাজিক কবরস্থানের সাধারণ সম্পাদক পদও বাগিয়ে নেন। এরপর সেই কবরস্থানের রাস্তা বেদখল করে পাকা ভবন নির্মাণ করেন। আর সেই কাজে গ্রামবাসী বাধা দিতে গেলে তৎকালীন সরকারের নাম ভাঙিয়ে মামলার ভয় দেখান। আওয়ামী লীগ সরকার পতনের পরও মোশাররফ রাস্তা না দিয়ে নানা ফন্দি আঁটছেন। এদিকে গ্রামের লোকজন মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই বিভিন্ন জায়গায় দাফন করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে কবরস্থানের রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানান স্থানীয়রা।
টালিয়াপাড়া গ্রামের ফারুক আহমেদ বলেন, এলাকাবাসী সবাই মিলে টাকা উঠিয়ে কবরস্থানের রাস্তা ক্রয় করেছে। তারপরও কেউ মারা গেলে সেই রাস্তা দিয়ে লাশ কবরস্থানে নেয়া যায় না। আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে রাস্তার প্রবেশমুখে পাকা ভবন করে ফেলছে মোশারফ। এতে করে পুরো এলাকার লোকজন লাশ দাফন নিয়ে ভোগান্তিতে পড়েছে। তার বেআইনি ভবন উচ্ছেদ করে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে মোশারফ হোসেনের সঙ্গে মোবাইলে ফোন দেয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে পরে দেখা করার কথা জানান। তবে তার বাড়ির লোকজন জানান, তারা তাদের পৈতৃক সম্পত্তিতেই ভবন নির্মাণ করেছেন।
এদিকে গ্রামবাসীর অভিযোগের বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সুরাহা করতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর ইউএনও এবং এসিল্যান্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।

Discussion about this post