বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক স্থাপন করে রবি আজিয়াটা পিএলসি দেশের প্রথম অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ৫জি সেবা চালুর ঘোষণা দিয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর রবির করপোরেট অফিসে এই সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
দেশের বিভিন্ন স্থানে রবি’র ৫জি সেবা ইতিমধ্যে সক্রিয় করা হয়েছে। ঢাকার ফকিরাপুল (পল্টন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা (শাহবাগ), মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশি, সিলেটের সাগরদিঘীর পার এলাকায় এখন ৫জি সেবা সক্রিয় রয়েছে।
এই রোলআউটের আওতায় নির্দিষ্ট এলাকাগুলোতে ৫জি সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারী গ্রাহকরা সরাসরি এই অত্যাধুনিক নেটওয়ার্ক অভিজ্ঞতা নিতে পারবেন। পরবর্তীতে ধাপে ধাপে আরও এলাকায় এই সেবা সম্প্রসারণ করা হবে।
৫জি সেবা চালুর মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল ট্রান্সফরমেশনের এক নতুন অধ্যায় সূচনা হলো। উচ্চগতির ব্যান্ডউইথ, লো ল্যাটেন্সি এবং বৃহৎ ডিভাইস কানেক্টিভিটির সুবিধা নিয়ে ৫জি সেবা স্মার্ট সিটি, টেলিমেডিসিন, এআর/ভিআর, ক্লাউড গেমিংসহ বহু উদীয়মান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
শীর্ষ প্রযুক্তি পার্টনার এরিকসন ও হুয়াওয়ের সঙ্গে মিলে রবি ৫জি উপযোগী নেটওয়ার্ক, ডিভাইস এবং সলিউশন ইকোসিস্টেম তৈরি করছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায় ৫জি প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ প্রযুক্তি জনগণকে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে সক্রিয়ভাবে যুক্ত করবে।”
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “বাংলাদেশে ৫জি চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাত নতুন দিগন্তে প্রবেশ করলো। আমরা আশা করি, অপারেটররা দায়িত্বশীলভাবে এই প্রযুক্তি ব্যবহার করে জনগণকে সর্বোচ্চ সুবিধা প্রদান করবে।”
রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রাশিদ বলেন, “সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই আমরা দ্রুততম সময়ে ৫জি বাস্তবে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই পরীক্ষামূলক রোলআউট বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে পরবর্তী ধাপে নিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের মানুষ এখন হাতে-কলমে ভবিষ্যতের কানেক্টিভিটি অভিজ্ঞতা করতে পারবেন।”
এছাড়া অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী; বিটিআরসি কমিশনার স্পেকট্রাম ম্যানেজমেন্ট, মাহমুদ হোসেন; স্পেকট্রাম ম্যানেজমেন্টের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক; ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ; রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Discussion about this post