শেয়ার বিজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় গতকাল মঙ্গলবার এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সাংবাদিকের নাম তরিকুল ইসলাম শিবলি (৪০)। তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় গতকাল দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবলির গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের ইতবারপুরে। তার বাবার নাম এ কে এম শহিদুল্লাহ। তিনি রাজধানীর দিয়াবাড়ি এলাকায় স্ত্রী ও দুই কন্যা নিয়ে বসবাস করতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক কর্তব্যরত চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, হƒদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিক শিবলির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Discussion about this post