শেয়ার বিজ ডেস্ক : চীনের ওপর ৫০-১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে। এছাড়া রাশিয়া থেকে পেট্রোলিয়াম ক্রয় করলে চীনের ওপর শুল্ক আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, ন্যাটো সদস্যরা যে রাশিয়ার তেল ক্রয় করছে এতে তিনি বিস্মিত। খবর: আল জাজিরা।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধজয়ে ন্যাটোর প্রতিশ্রুতি ১০০ শতাংশেরও কম। রাশিয়ার জ্বালানির সবচেয়ে বৃহৎ ক্রেতা চীন। ট্রাম্প বলেন, রাশিয়ার তেলের ওপর ন্যাটোর নিষেধাজ্ঞা এবং চীনের ওপর শুল্কÑএই যুদ্ধ বন্ধে সাহায্য করবে। এ সময় তিনি ন্যাটোকে তার পরামর্শ অনুযায়ী চলার আহ্বান জানান। তিনি বলেন, এতে করে অনেক প্রাণ বাঁচবে। এসময় তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কির ওপর যুদ্ধের দায় চাপান; বলেন, ‘এটি ট্রাম্পের যুদ্ধ নয়, এটি বাইডেন ও জেলেনস্কির যুদ্ধ।’ তিনি অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নাম নেননি। এদিকে রাশিয়া থেকে তেল ক্রয়ের কারণে গত মাসে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে ভারতের ওপর মোট ৫০ শতাংশের শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

Discussion about this post